থেমে থাকি..


অবাক রাতে শব্দরা আরও দীর্ঘ থেকে দীর্ঘ হয়।
বৃষ্টি নামে
মাটির সোদা গন্ধ হয়
দিগন্ত থেকে আরও বিস্তৃত দূরে সূর্যাস্ত নামে।


কিন্তু আমাদের হাহাকার নেই
ব্যস্ততার তাড়া নেই
উড়েচলা ৭৪১০ কিলোমিটার পথে
একই উষ্ণতায় মিশে যাই।


অনাগত ফুল ঝরে যাক
দিনগুলি আরেকটু ছোট হোক
চাঁদেরা চুলোয় যাক
মন শান্ত হোক।


অচেনা ইচ্ছেরা উড়ে ফিরে আসে নৈঃশব্দ।


লেখা: ২২মার্চ, ২০২০
স্থান: ডিবুর্গ