হঠাৎ একটা নিঃশব্দ পৃথিবীর বুকে
স্বার্থ নিয়ে বেঁচে থাকার অহংকার,
ধর্ষনা,আমার প্রেম-বালিকা
টুকরো স্বান্ত্বনার শিকার…


মেঘ-পালঙ্কে এক মুঠো ভোর
কখন সময় বয়ে যায়,
কন্যা,আমার মায়ের পরিচয়ে
আকাশ ছিনিয়ে নেয়…


একলা ঘরে আঁকড়ে থাকা ‘ও’
কতো স্মৃতি-স্বপ্ন-সময় হল,
নির্জনতার নির্মমতাতে
উড়ো বিশ্বাস ছুঁয়ে দিয়ে গ্যালো।


ধারে নেওয়া ঘড়ির কাঁটা
মিচকে কাঁদার ভঙ্গিমাতে,
ভুলে যাওয়া ভালোবাসার চিৎকার
জ্যোৎস্নায় হাসে,ভুলে কোনো রাতে…


রংরুট ধরে উড়ে উড়ে যাযাবর পরিযায়ী,
হিসেব মেলে না কোনো ইচ্ছে-র অনুযায়ী…
অবাক বালকের অজানা দিক-ভুল দৌড়,
সব্বাইকে মাৎ কোরে দেয় দুরন্ত সমুদ্দুর…


পরিহাস কোরে আলগোচে হাসে,
দিনের আলো বয়ে নিয়ে যায়…
কতো কথা সব ম্লান হয়ে গ্যাছে,
বেঁচে থাকার অভিনয়ে…।