জ্যোৎস্না ভেবে মেখে নাও
              অপরাহ্নের রোদ
আশ্চর্য বিকেলের গায়ে তখন
      বিস্ময়ের প্রশ্নচিহ্ন।
রোদের আলেখ্য জুড়ে পোক্ত মুন্সিয়ানা।
এক টুকরো হাসি কুড়োতে কুড়োতে
কখন যে অপরাহ্ন চলে আসে!


আসলে ছায়াপথের এত গলি
গলি পেরিয়ে বড় রাস্তায়
পৌঁছাতে পৌঁছাতেই বিকেল হয়ে আসে।