অক্ষরতৃষ্ণায় ক্ষুধার্ত হয়ে বসে থাকি
নিশ্চুপ
ভেতরে তার অস্থিরতা ধাবমান জাহাজের মতো
পাতায় অক্ষরবৃষ্টি হলে
             শান্ত হয়ে যাই
আশ্রয় কুড়োই সে বৃষ্টিজলেই।


ছড়ানো শব্দহাটে
                 জানি কিছুই নেই
তবু তার অমোঘ টানে
              তৃষ্ণার্ত হয়ে উঠি।


এ সমর্পণেই নাহয় কেটে যাক
                      এ মোহজীবন।