দুই 'আমি'
   মৌসুমী ভৌমিক
============
একটা আমি বড়ই মিষ্টি
         একটা আমি বন্য।
একটাকে পাই সবার মাঝে
         অন্যটাকে খুঁজে হন্য।
একটা আমি ভাল বেশ
          আবেগে আবেশে ভাসে
অন্য আমি দুষ্টু একটু
           খিলখিলিয়ে হাসে।
এই যে আমি, লিখতে চাই
           একটু আধটু ছন্দ
অন্য আমি ক্ষ্যাপাটে ভারী
            ছুটতেই তার আনন্দ।
একটা আমি স্বপ্ন দেখে
            ওড়ে পাখা মেলে
অন্য আমি রূঢ় কর্কশ
             বাস্তবে পা ফেলে।
একটা আমি স্রোতস্বিনী
             খেয়ালী বন্যা
অন্যটা টুটি ধরে চেপে
             নির্ভীক এক কন্যা।
দুই আমিতে দ্বন্দ্ব ভারি
             সকাল বিকাল সন্ধ্যে
আবার দুজন সন্ধি করে
             নতুন আমি'র গন্ধে।