আমার জন্যই ফুল ফোটে প্রত্যহ, সুরভি ছড়িয়ে
মৌমাছি উড়ে এসে গান গায় গুনগুন
আমার জন্যই নদী বয়ে যায়, গেয়ে চলে কুলকুল
ঝর্ণা ঝরে ঝরঝর, খিলখিলিয়ে নিপুণ।


আমার জন্যই পাখিরা ডাকে
রোদ হাসে প্রতিদিন আপন আলোর মেদুরতায়
আমার জন্যই দীঘির জলে পদ্ম ফোটে
বৃষ্টি নামে স্নিগ্ধতা নিয়ে, নামে অঝোরধারায়।


আমার জন্যই বৃক্ষসারি আজও অপেক্ষমাণ
               একাকী মাঠপ'রে আনমনে
আমার জন্যই আঁধার আসে,
              উজ্জ্বল ঝলমলে আলোর অভিযানে


আমার জন্যই চাঁদের এত সোহাগী জ্যোৎস্না
      শরত আকাশে পেঁজাতুলোমেঘের আনন্দোল্লাস
আমার জন্যই পাহাড়ের চূড়ায় চূড়ায়
             শাদা শাদা বরফ বিলাস।


আমার জন্যই সমূদ্র সফেন
                ঢেউ ছুঁয়ে যায় বারবার বালিতট
আমার জন্যই দুরন্ত ঘাসে ভোরের শিশিরবিন্দু
     বসন্তেও অশোক পলাশের মুরুব্বিয়ানা দাপট।


আমার জন্যই আলোকবর্ষ দূর হতে
                       ছুটে ছুটে রোদ আসে
আকাশ জুড়ে ভেসে চলে আলোর নেশা
                         আহ্লাদী অভ্যেসে ।


আমার জন্যই সোহাগী জীবন
                   দুঃখ বলে কোথাও কিছু নেই
শুধু তুমি নও, আলো হাতে
               পৃথিবী দাঁড়িয়ে, শুধু আমার জন্যই।