হেঁটে চলি, ক্রমশঃ ছাড়িয়ে যাই অনেককিছু
যেমন ধরো, আজকের দিন, সকালের রোদ্দুর -
হেঁটে যাই দুপুরের দিকে,
ধীরে ধীরে নিদাঘ দুপুর পেরিয়ে বিকেলে পৌঁছই।
সারাদিনের কোলাহল মুখর দিন অবশেষে শ্রান্ত।
দিনান্তে অবসন্ন গোধূলির কান্নামাখা রঙ দেখতে দেখতে
রাত্রির দিকে হেঁটে চলি।
ক্রমে রাত্রি শেষে নতুন সকাল আসে।
পড়ে থাকে পুরো এক দিনের একটি ভরা খাতা।
এভাবেই জমতে থাকে খাতার পর খাতা।
পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা থাকে - কিছু ভাললাগা,
ভালবাসা, রাগ, অনুরাগ
কিছু বিষাদ, দুঃখ, কষ্ট -
কিছু প্রতিবাদ, কিছু হিংসা
কিছু ঈর্ষা কিছু আনন্দ
অভিমান, কিছু ছন্দ।


এভাবেই হেঁটে চলি ক্রমশঃ
গ্রীষ্ম - বর্ষা - শরত -


ক্রমশঃ হেঁটে চলি ---