পাহাড়ে মেঘেরা শোকসভা বসালে
রাস্তা ধুয়ে দেয় বৃষ্টিজলে
অনিবার্য দুঃখরা বৃষ্টিফোঁটা হয়ে নেমে আসে
সামান্য হলেও যেকোনও শোকসভার শেষে
মন নরম হয়ে আসে
পাখিরা ধীরে ওড়ে
মেঘের পালক পরিস্রুত কান্নার ওপর ছুঁয়ে গেলে
মর্মের ভেতর একাকীত্ব জেগে ওঠে।
খুচরো বৃষ্টির মতো নিঃসঙ্গ হয় পাহাড়ও
শুকনো পালকে ভর করে
পরিযায়ী পাখির ঘরে ফেরাও
তখন এক স্বপ্নের দৌড়।