অনেক বড় সংখ্যাকে কীভাবে সহজে প্রকাশ করতে হয় তা আর্কিমিডিস জানলেও 
মানুষের মনের ভেতরের বিশাল পৃথিবীর কথা
শুধু কবিতাই পারে চমৎকারভাবে জানাতে।


সেজন্য অবশ্য কবিতার কোনও সমীকরণ নেই
অনুপাত ব্যস্তানুপাতের সূত্রও নেই।
তবে কিছুই যে নেই এমনও নয়।


আছে দেশ মহাদেশের সংস্কৃতিমনস্ক মানুষের
অলিখিত ভালবাসার চুক্তি
আছে কয়েক হাজার ভাষার এগিয়ে এসে
হাতে হাত ধরার গল্প


পাকস্থলীর খিদে না মেটাতে পারলেও
মানুষের মনের তৃষ্ণা মেটাতে কবিতা কখনও ভুল করে না।