কথার ফাঁকে ছুঁয়ে থাকে


যতই আমি দূরে রাখি
কথার পিঠে চাবুক সাঁটি
আড়চোখেতে সামলে রাখি-


স্মরণ করাই পরিসীমাটি-
কিই বা তাতে এলো গেল
খাটুনিটাই হলো মাটি।


তা বলে কিছু মন্দ না, হয়ত ভাল
কথার বাঁকেই মনকে রাখে
একটুখানি যদিও বা অগোছালো-


যদিও নয় পরিপাটি, তবুও বেশ মিশুকে
মিষ্টিকথা মিশিয়ে রাখে
সর্বদাই হাসিমুখে - মনের মাঝেই মনকে রাখে।


কথার ফাঁকেই ছুঁয়ে থাকে।