কী আবেশে বাড়িয়ে রেখেছি দুহাত
প্রখর রোদ আর মেদুর জ্যোৎস্নায়
বৃষ্টি ধোয়া গাঢ় সবুজে
                এ কোন যাপন
                এ কোন প্রাণের আলাপ
ভেজাচুলে লুটিয়ে পড়ে
                  রাতের আঁধার
মেঘপুঞ্জের আড়াল থেকে নেমে আসে জ্যোৎস্না
মোহময়ী হয়ে ওঠে রাত জোনাকির আলিঙ্গনে
হে পৃথিবী
কী লাভ বলো সম্পূর্ণতার খোঁজে
আমার স্বপ্ন ডুবে যাচ্ছে উন্মুক্ত পাখির কলকাকলিতে
বৃষ্টির ঘ্রাণে হারিয়ে ফেলছি সোনালি অক্ষর
এই সময় চাঁদের চোখে চোখ রাখো
অনাবিল আলোয় ধুয়ে নাও যত ক্ষত
নিভৃত সুখের বৈরাগী বিকেলে দেখো
নৌকা বেঁধে রেখেছি পাল তুলে
                               অরূপ নদী কিনারে।