এখন বাতাসে কোভিড গন্ধ
বাঁচতে হলে দরজা বন্ধ
ঘরে থাকো
ভালো থাকো
এখন দূরত্বেই থাক সম্বন্ধ।
করোনা হলেও বড়ই ঝক্কি
সেবা করার লোক পাবে কি?
বন্ধ ঘরে থাকো
মাস্কে নাক ঢাকো
কেউ দেবে না ঘরে উঁকিঝুঁকি।
কোভিড থেকে বাঁচতে চেষ্টা
নয়ত কোনো হাসি-ঠাট্টা
ভ্যাকসিন নাও
নিজেকে বাঁচাও
সভ্যতা বাঁচাতে হও এককাট্টা।