এই যে এত এত ভাবনা নিয়ে বেঁচে আছি
নাড়াচাড়া করি মেঘজন্ম থেকে চাঁদজন্ম
অবিরাম সঞ্চয় করি ছুঁড়ে দেওয়া মাধুকরী
প্রত্যহ শোকের ছায়া বদলে যায়
কান্না ঠেলে চোখ মেলে দুরন্ত ভোর
সংশয়ে, আবেশে কেমন নিভতে নিভতে জ্বলে ওঠে আলো


অদৃশ্য তরঙ্গের আয়নায় ভাবনার জন্ম হয়
শুধু মনঘরেই তার আবর্তন।