মেঘের ঝরনার মতো
                   আমাদের অবতরণ
বাতাসের ডানায় ভর করে পাখিরা
      খুঁজে আনে আকাঙ্ক্ষিত নাক্ষত্রিক আলো
দিনের পর দিন অতিক্রম করছি সে আলো মেখে
সৌন্দর্যের পঞ্জিকায় তিথিরা নিজেরাই
          নাম লেখালে
               উৎসব শুরু হয় আমার পৃথিবীতে
পাখির পালক তখন জন্মায় আমার ডানায়
আমাদের আলোকিত মুখাবয়বে
            স্পষ্ট উচ্চারিত হয় নবান্ন
একটি আস্ত আকাশ তৈরি হয় আমাদের হৃদয়ে


বৃষ্টির আয়নায় উদ্ভাসিত প্রকৃতি
        ভেসে যায় আমাদের নিয়ে।