শিক্ষক সূর্য খোঁজেন 
          সকাল আনবেন বলে,
আলোয় আলোয় পৃথিবী আলোকিত
           করবেন বলে।
মাঝে মাঝে কিছু কিছু নক্ষত্ররা
      ধরা না দিলেও চাঁদ বা
জোনাকিরা আলো নিয়ে এগিয়ে আসে
তখন শিক্ষকরা পথপ্রদর্শক হয়ে ওঠেন।


বিদ্যাসাগর হাতে রোদ নিয়ে ঘুরতেন বলেই
            আলো বিলিয়েছেন জনমভর।