ফসলের মাঠে কষা হয় যোগ ও গুণ  
যদিও বিশীর্ণ বটের ছায়ায় মায়াই কেবল
সবুজ জ্যোৎস্নার জলে ভাসে অপেক্ষা তরুণ
মাটির গন্ধ মেখে হেঁটে যাওয়া অবিরল।

অবুঝ পাখিরা মেঘের দরজা খোলে প্রতিদিন
ভাসানের গান ঢেকে আলো ওঠে বাংলার মাঠে
লক্ষ লক্ষ ঘাসের হাসি মেখে  আসে আশ্বিন
নতজানু জীবন রাখি সোনালী খেতের চৌকাঠে।


কুয়াশা সরিয়ে সূর্য উঠেছিল বহুদিন আগে
ধূসর কঙ্কাল সরিয়ে মিটিয়ে নিই যত আশ
নীল আকাশে সাজানো ঝড়ের উদ্যোগে
বহু কিছু খুঁজে কিনে আনি অনন্ত উদাস।


ফসলের মাঠে হেঁটে যায় আমাদের মনের খবর
ভেবে ভেবে ভালো লাগে এইসব জীবনের স্বর।