আমি মেয়ে, সবে জন্ম নিয়েছি মায়ের কোলে
সবাই আমায় ভালোবেসে ডাকে কাজল বলে।
পুতুল খেলায় মেতে থাকি, মোটরগাড়ি নেই
দাদার জন্য খেলনাগারি,আমার রান্নাবাটির সই।


আমি মেয়ে, স্কুলে যাই আরো অনেকের সাথে
টিউশনি বাবা দেয়নি আমায় নিজেই পড়তে হবে।
ভাইয়ের জন্য ম্যাডাম আছে ঘরে পড়াতে আসে
মা আমাকে রান্নার মাঝে পড়াতে বসায় পাশে।


আমি মেয়ে, কলেজে যায় লোকাল বাসে চড়ে
পাড়ার সবাই বলে মেয়ে কি করবে মেলা পড়ে।
বেশি পড়লে যোগ্যি বর পাবে কোথা থেকে
পাত্র খোঁজার ঝুঁক পড়েছে মাধ্যমিকের থেকে।


আমি মেয়ে, বিবাহিত, স্বামী অফিসে যায়
সময় মতো লাঞ্চ টিফিন তৈরি থাকা চাই।
নিজের সময় কবে আর সবাই-এর হলো
বাড়ির এখন সব মানুষের খেয়াল রাখা ভালো।


আমি মেয়ে, এখন আমি সন্তানের মা
দিন যে কখন কাজে ফুরোয় শুধুই নীলিমা।
খোকার খাওয়া, ঘুমানো আর স্নানের জোগাড়পাতি
দিনের শেষে ক্লান্ত আমি, শুধু বাকি কিছুটা রাতি।


আমি মেয়ে, বৃদ্ধা আমি, থাকি ঘরের কোণে
সবাই শুধু প্রণাম করে বড়পুজোর দিনে।
কবে যে কথা ফুরিয়ে গেছে বলতে যাওয়ার আগেই
সব শেষে বসে আছি, শান্তি শুধু সমাপ্তিতেই ।