মাঝে মাঝেই আমার  মনের গহীনে নিরেট বাঁধা অন্ধকারের চর জেগে উঠে

বুনো হাসের মতো দুঃখগুলো হেসে লুটোপুটি খায়

ক্লান্ত, আরও ক্লান্ত হয়ে যখন ঝাঁকে ঝাঁকে আমার দিন ও রাতেরা প্রশ্ন করে --
কেন যেতে যেতে থমকে দাঁড়লে?

আমি চাওয়া আর পাওয়ার দিকে তাকাতেই শূন্যে উড়াল দিল
আশেপাশে কেউই নেই -- কেউ না
হঠাৎ দেখি সাদা বলাকার মত কি যেন উড়ে আসছে  শান্তির মিশন নিয়ে
আমি পিট পিট করে চেয়ে দেখি |-
কি সুন্দর!  ঊষার শুভ্রতায় ভেজা নেশা নেশা দুটি চোখ
আর তার হাসি -- আমার শত জনমের অন্ধকারের বেমালুম ভুলে যাওয়া বিরতির ফাঁসি
এতো ছলছল হাসি, এতো অপার্থিব ভঙ্গিমা


আমার দিন রাত বন্দি করা আল্পনার দিকে আমি যদি চেয়েই থাকি ----
আমার কি খুব দোষ হবে বলো  -?
সবাই যে চেয়ে থাকে দেহ মনে


আমি না হয় দূর থেকে বহুদূর হতে --


হোক না সে ছোট হতে হতে আরও ছোট
আমার কি খুব ভুল হবে?