তোমার জীবনে সবচেয়ে খারাপ
ফেলে দেওয়া কোন এক বিকালে
গোধূলির রঙে একেঁ যাওয়া
ফুলঝুড়ির মালতি লতায়
প্রজাপতির ডানার উপর ভর করে
রংধনুর সাত রং হাতে নিয়ে
তুমি আমার জীবনে এলে।।।।


আবির রঙে তুমি আমায় রাঙালে
জানিনা কেন তুমি আমায় হাসালে
তারপর ভাসালে
শেষে তুমি মোরে কাঁদালে !


তার চেয়ে ভালো আমার বেগুনি রঙের
স্বপ্নের ডানা ভেঙে ফেলো
আমি সেখানে যায়
যেখানে নিঃসঙ্গ তারাটি দাঁড়িয়ে
চাঁদের অনতি দূরে


তবুও কেউ জানবেনা, জানবেনা কেউ
কেনো নিঃশব্দে  জ্বলছে হ্নদয়।