সুবিশাল পৃথিবী...
ক্ষুদ্র থেকেও ক্ষুদ্রাতিতর পরিসরে
এই তো এক চিলতে ঘর...
এখানেই বাস করেন আমার ঈশ্বর,
এখানে সবাই আপন...
আপন কিংবা পর!
হয়তো বা আছে হাজার ভুল
কখনো বা আছে ভ্রান্তি,
শেষবেলায় ক্লান্তির ঘাম মোছে, ভালোবাসা
এখানে সুখ...এখানেই পরম শান্তি!
কিছু সফলতা,হাজার ব্যর্থতা
তাতে কী...
গোধুলিবেলায় শান্তি ঠিকানায়
ক্লান্ত ডানায়...মিঠে অস্তরাগ
সে কি কম কথা!
সাঁঝবেলাতে শঙ্খের সুর...
মনের গ্লানি দূর বহুদূর,
গলে জল যতো জমা অভিমান
মাটিতে মেশে যে  রাগ,
জানালার ফাঁক গলে স্নিগ্ধ জোছনা
তাকে ছুঁয়ে...শুধুই অনুরাগ!