একটা কবিতা লিখব বলে
শব্দের মালা গাঁথি রোজ,
পরাব গলায় সে মালা যত্নে
শুধু কবিতার কোনো নেই খোঁজ।
একটা কবিতা লিখব বলে
অগোছালো পাতা ভরাই কথায়,
দিন শেষে আসে বিনিদ্র রাত
বলে জেগে আছি কবিতা কোথায়?
একটা কবিতা লিখব বলে
ছুটে চলে মন সীমানা ছাড়িয়ে,
প্রান্তর শেষে নীলের দেশে যেখানে পাহাড়
একলা দাঁড়িয়ে...
মেলে না দেখা জানি না কোথায়
কবিতারা রোজ যায় যে হারিয়ে।
আঁধার সরিয়ে হেঁটে চলি তবু
যে পথে কবিতার কান্না শুনি,
কোনো দিন তার পাবো কি দেখা
ভাবি বসে আমি, আর আমার লেখনী।