আমিও একটি মেয়েকে চিনি...
তার নাম?
আমি এখন তাকে বৃষ্টি বলেই ডাকি!
মেধাবী বলেই সে পরিচিত ছিল চেনা মহলে...
সেও ডাক্তার,ইঞ্জিনিয়ার,উকিল কিংবা
গবেষক হতে চায়নি,
সে চেয়েছিল বৃষ্টি হতে!
এক টুকরো মেঘ জমলে কারও আকাশে
ছুটে যেত বৃষ্টি হওয়ার আশে...
ভাবত,জুড়িয়ে দেবে সব জ্বালা
সৃষ্টি সুখের উল্লাসে,
যাদের ও সবচেয়ে ভালোবাসে!


অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর
মেয়েটি বুঝতে পারে...
বর্ষার আগমন সুখকর হলেও
শেষটায় সবাই দিন গোনে তার বিদায়বেলার!
বৃষ্টি ছাড়া আর একজনও চায়নি সে বৃষ্টি হোক
কেউ একটিবারও জানার আগ্রহ প্রকাশ করেনি,
কেন সে বৃষ্টি হতে চেয়েছিল?


সবার...ইচ্ছে বলাটা ভুল হবে
প্রত্যাশারা বৃষ্টির আকাশে এখন মেঘ,
বৃষ্টি আজও ঝরে...তার ফোঁটায় নোনা স্বাদ!


সে এখন রোদ্দুর হতে চাওয়া
অমলকান্তির আশায় প্রহর গোনে...
বৃষ্টি,রোদ্দুর আর মেঘ মিলে
কোনো এক রঙধনু রচনার আশে!