মানবতাবাদী কবিতা তো
অনেক লিখলে কবি...
নিজে মানবিক হয়েছ কতোবার?


অভুক্ত ওই অভাগার জন্য
তোমার কলম অশ্রু ঝরায়...বার বার!
নিজের বাড়িতে ভুঁড়িভোজের আয়োজন
নিশ্চই করেছ অনেকবার!
অভুক্ত ওই অভাগাদের পাত পেড়ে
খাইয়েছ....অন্তত একটিবার?


বঞ্চিত পথশিশুর অধিকারের জন্য
তোমার কলম সরব হয়েছে...বহুবার!
তোমার বাড়ির পাশে ফুটপাথে
যে শিশুটা রোজ কাঁদে...
তোমার সোনামণির জন্য বরাদ্দ আয়োজন থেকে
মিটিয়েছ কখনও ওর প্রয়োজন...অন্তত একটিবার?


আবার ধরো...
দুটি শীর্ণ মলিন হাত যখন
করুণ আর্তি নিয়ে তোমার সামনে...
দু"টাকা বা দশ টাকার পরিবর্তে
পাঁচশো টাকার একটা নোট দিয়ে বলেছ কখনও
পেট পুরে খেয়ো দু'চারটি দিন...অন্তত একটিবার?


লাঞ্ছিত নারীর ন্যায় বিচারের জন্য
তোমার কলমে শান দিয়ে চলেছ বার বার!
যে নারীরা প্রায়শই লাঞ্ছিত হয় জনসমক্ষে...
প্রকাশ্যে সরব হওয়ার দুঃসাহস কি দেখিয়েছে
তোমার কন্ঠ...অন্তত একটিবার?
নাকি তাদের ব্যক্তিগত ব্যাপার বলে
পাশ কাটিয়ে গেছ...বার বার!


হারিয়ে যাওয়া মানবতার জন্য তোমার কলম
অন্যের প্রতি কটাক্ষ করে
শব্দের মায়াজাল বুনেছে...বহুবার!
তুমি নিজে মানবিক হয়েছ...কতোবার?


জীবনহারাদের করুণ কাহিনী
নিত্য মায়াবী শব্দে গেঁথে তুমি কবি হলে,
ওদের জন্য তোমার জীবন
কখনও কি দিয়েছে...প্রাণ ঢেলে...
অন্তত একটিবার?


কাব্যকথায় পেট ভরে না
চেতনার চোখে ঘুম,
মানবতা যা ছিল তাই
তবুও লেখার ধুম!


বললাম...তুমি কে গো?
আমায় চিনলে না কবি...আমি বিবেক
চেতনা আমায় ভার দিয়েছে
উদাসীন সময়ের আলতো পরশে
কখনও যদি ঘুমিয়ে পড়ে সে..
আমি যেন ডেকে তুলি তাকে!


যেতে যেতে বলে গেল....
ভাবো কবি ভাবো
তোমার কলম কাঁদে বারবার
তুমি নিজে কখনও কেঁদেছ...অন্তত একটিবার?