মিলেছিল এক অচেনা পথের সন্ধান
ভাবিনি সে পথ কতো দূর,
শুধু পা রাখতেই অনাবিল এক আনন্দ অনুভব...
সেই যে সেদিন চলার শুরু
চলেছি আজও চলার নেশায়।
কখনো ছায়া কখনো আলো
কখনো আকাশে মেঘ কালো।
শুধু মনে হয় চলেছি যে পথ
মিশেছে কোনো আলোর দিশায়!
এক থেকে শুরু জানি না কখন
মাইলস্টোনে আজ আটশো,
মিলুক এ পথ অনন্তের পথে
চাই না শর্ত স্বার্থ...
জীবনভর চাই যে পেতে
কবিতার এই স্পর্শ!