কখনো যদি নাম না জানা কোনো এক পাখি
উড়ে এসে আঁকড়ে ধরে ফুলে ফলে ভরা সবুজ ডালটাকে
ভুলবশত মায়ার শেকলে কঠিন বাঁধনে বাঁধতে যেও না তাকে।
মুক্ত ডানায় উড়তে দিও
প্রাণ খুলে গান গাইতে দিও
অটুট রেখো আকাশ ও তার সাবলীল মিত্রতাকে।
বলতে দিও আপন বুলি
ওর চোখেতে খুঁজতে যেও না
তোমার রঙিন স্বপ্নগুলি।
পথ চেও না অপেক্ষাতে,দ্বার খুলো না দারুণ আশে
কখনও যদি দেখো তাকে ফিরতি পথে
শেষ বিকেলের লাল আকাশে
ফুল-ফলহীল শুকনো ডালে সে যদি বা আবার বসে
জানবে তুমি সেই পাখিটা দাঁড়িয়ে আবার বন্ধ দ্বারে
শুধু তোমায় ভালোবেসে!