জানি না কী করে সাগরের মতো অবিরাম ঢেউ তুলতে হয়
জানি না কীভাবে পাহাড়ের মতো আঘাতেও দৃঢ় থাকতে হয়
আমি তো শিখিনি আজও কীভাবে বাঁচার মতো বাঁচতে হয়।
মাঝে মাঝে শুধু কথাদের বাঁধি ঝরে যাওয়া কিছু পাতাতে
কোনো একদিন হাওয়া এসে বুঝি নিয়ে যাবে ঠিক
ঠিকানাতে
কথার ওপর সাজাই কথা হয়তো সেসব কবিতা নয়
যেটুকু বুঝেছি সারমর্ম...
ভালো আরও ভালো লিখতে কিছু অনেকটা খারাপ থাকতে হয়।