সমুদ্র এখন ভালো লাগে না আর
নীলচে ব্যথায় একঘেয়ে পারাবার!
তার চেয়ে বরং পাহাড় ঢের ভালো
পাতার সাথে ছায়া চলে
আড়াল থেকে উঁকি দেয় আলো!
আঁকাবাঁকা পথ সবুজ নিটোল রূপ
পড়তে জানলে লিখছে অনেক কথা
যদিও বিশাল বনানী নিশ্চুপ!
খাদের গভীরে কেমন অজানা ভয়
বাঁকগুলোকে রহস্য মনে হয়!
অমোঘ সে টানে বাঁধনহারা মন
ছুটে চলে যায় যখনই পাহাড় ডাকে,
দূরত্বটা বাড়ছে ক্রমশ....
বিনয়ী ঢেউয়ের অক্লান্ত আসা যাওয়া
মনের অনেকটা জুড়ে থাকে!
মনে পড়ে যায়...
ঝর্ণা-পাহাড়-নদীর গল্পে উপসংহার
সেই মোহনাই লেখে!