বদলে গেছে  পাশের মানুষটা
তুমি তো বেশ স্বচ্ছন্দ সাবলীল,
মান অভিমান দুঃখ কষ্ট
ছেলেমানুষির গন্ডী পেরিয়ে
আমি এখন পরিণীতা
পেয়েছি তাই শান্তি অনাবিল।
যা কিছু ছিল না আমার কখনো
মিথ্যে করি না বাঁধার প্রয়াস
আগের মতোই আজও তো চাই
প্রাণ ভরে তুমি নিও শ্বাস।
খালি হাতে তবু নেই তো আমিও
আছে এক গোঁছা সুখস্মৃতি
বইয়ের ভাঁজেতে প্রথম গোলাপ
পাতা ঝরা পথে চলার সাথী।
তুমি ভালো থেকো নতুন ঠিকানায়
আমাকে ভালো যে এভাবেই মানায়
তোমার জীবন পাত্রখানি
অমৃতে ভরুক কানায় কানায়।