মনের ভাষা ঠোঁটের ভাষা
বাংলা বিনে নেই ভরসা।
মিষ্টি মধুর মাতৃভাষা
মরুভূমির সবুজ আশা!
কলম বোঝে বাংলা শুধু কন্ঠ সাজে বাংলাতে
একুশ যেদিন লাল হয়েছে শহীদ ভাইয়ের রক্ততে।
উন্নত শির গর্বিত বুক যখন বলি বাংলাতে
দেশ বা বিদেশ বিশ্ব মাঝে বাংলা রাখে হাত হাতে!
বাঁধব প্রাণে জীবন গানে বাংলা শুধুই বাংলাকে
জীবনভর আগলে সবাই রাখব মায়ের ভাষাকে!