ভুল কোরো না আবার তোমরা আর দিও না কান্না,
জ্বালিয়ে রেখো প্রাণের প্রদীপ হই যদিও কন্যা!
গড়তে পারি নিজ গুণে অবলা নয় নারী,
পুরুষ কী গো আমরাও যে হয়তো বেশিও পারি!
সইতে পারি দহন জ্বালা মরিও প্রাণ দিতে,
ছুঁতে পারি আকাশটাকেও দশভূজা ভূমিতে!
ইতিহাসের পাতা থেকে বর্তমানের খাতায়,
বীরাঙ্গনার বীর কাহিনী আছে সোনার গাঁথায়!
হতে পারে এগিয়ে পুরুষ পেশীর ক্ষমতাতে,
করতে পারি জগৎ মুঠোয় স্নেহ আর মমতাতে!
পোড়াতে পারি রোষানলে ধারণ করি প্রাণ,
চাই না কারও সহানুভূতি চাই শুধু সম্মান!
সময়-নদী ,বয় নিরবধি নারীর ঝরনাধায়ায়,
দিতে পারি আঁচল ভরে কেউ দু'হাত যদি বাড়ায়!
কুঁড়ে ঘরের অঙ্গন জুড়ে হতে পারি ইন্দু,
মায়ের ঠোঁটে মুক্তো হাসি দিল সোনার 'সিন্ধু'!