ভুলে যাও...
ইচ্ছে করেই ভুলে যাও সেই সব কিছু
মনটাতো কোনো ডাস্টবিন নয় যে
সব জঞ্জাল জমা করবে সেখানে।
কত ফুল ফুটে আছে চারিদিকে
দেখছ না এসে গেছে বসন্ত,
তুলে আনো কিছু লাল নীল,হলুদ পাপড়ি নরম
সাজাও মনের ডালি...দেখবে জীবন কত শান্ত।
ভুলে যাও...ইচ্ছে করেই ভুলে যাও
যদি ভুলে যেতে পারো সাবলীল
পরতে পরতে খুঁজে পাবে সুখ
পারবে না তোমায় ছুঁতে কখনো অসুখ
শুধু ভুলে যাওয়াতেই হতে পারো সুখী,
ক্ষমা করতে শেখো...তুলে নাও যা কিছু এখনো তোমারই জন্য বাকি
চলো সব কিছু ভুলে আগামীর পথে সুখের স্বপ্ন আঁকি।