একফালি রোদ রোজ ছুঁয়ে যায় আমার ব্যালকনি
যেখানে আমার একলা সকাল কথাদের কানাকানি।
ভিড় করে আসে মেঘেদের দল নিতে চায় প্রতিশোধ
বৃষ্টির কাছে ভিজিয়ে দেওয়ার রেখেছি অনুরোধ।
কিছু অভিমান অনুযোগ যত চাপা থাকে মন মাঝে
প্রশ্ন করি শুকতারাকে যখন দেখি সাঁঝে।
একলা নিবিড় গহীন সময় নিজেই নিজের বন্ধু
বিন্দু বিন্দু ব্যথা সম্ভার গড়েছে বিষাদসিন্ধু।
ভাঙা তরী এক বেঁধেছে নোঙর একলা সাগর তটে
নামছে আঁধার সেই পুরোনো সূর্য চলেছে পাটে।