দু'চোখ ভরছে জলে...
উড়ে গেছে চাল,চালচুলোহীন,অসহ ক্ষুধা...
ওরা কী করবে এবার তাহলে!
ঝাপসা দৃষ্টি দু'চোখ ছল ছল...
শুনলাম আজ ত্রানশিবিরে
ত্রানের আশায় ছোট্ট কিশোর
পেরিয়ে এসেছে এক বুক জল!
অঝোর ধারায় অশ্রু অবাধ
ক্ষুধার জ্বালায় জ্ঞানশূন্য পরিযায়ী এক
ছিঁড়ে খাচ্ছে মরা কুকুরের মাংস
এ কোন ভারতবর্ষ?
থেবড়ে যাচ্ছে শব্দের কালি কেঁপে উঠছে হাত!
বুকফাটা কান্না যেন আছড়ে পড়ছে
চার দেওয়ালের গায়,
ভারী হয়ে আসে নিঃশ্বাস
জীবন এখন বিষম এক দায়!
দিকে দিকে শুধু হাহাকার আজ
ধ্বংসের তান্ডবলীলা,
দিন আসে যায় নিয়ম করেই
গ্রাস করেছে অচেনা ভয়....
এখানেই তবে সাঙ্গ হবে নাতো
ভবের এই খেলা?