শুনেছি ঈশ্বরে আপনার অপার ভক্তি
অগাধ বিশ্বাস...
তা,কখনো কি দর্শন পেয়েছেন তাঁর?


বললাম,পেয়েছি বৈকি
একবার বা দুবার নয় বার বার দেখেছি তাঁকে!
ভদ্রলোক এর আগে এতো বিস্মিত মনে হয়
জীবনে কখনও হননি!
বললেন,তা কবে কোথায় কীভাবে দেখলেন?


আমি ঈশ্বর  দেখেছি ওই মানুষটার মধ্যে
যিনি দিনরাতের পার্থক্য ভুলে গিয়ে
পেশাদারিত্বের সীমানা ছাড়িয়ে
অসীম অনুভবের তাড়নায়...
আহার নিদ্রা ভুলে গিয়ে
মুমুর্ষূ রোগীকে ফিরিয়ে আনেন মৃত্যুর মুখ থেকে,
নবজীবন দান করে চলেছেন বার বার!
আমি দেখেছি তাঁকে সেই চিকিৎসকের মধ্যে!


আমি ঈশ্বর দেখেছি সেই মানুষটার মধ্যে
যিনি,রাস্তায় জীবন কাটানো জরা জীর্ণ
অবহেলিত নিপীড়িত মানুষটার
ক্ষুধার জ্বালা মিটিয়েছেন
নিজে হাতে তার মুখে অন্ন তুলে দিয়ে...
অনন্ত একটিবারের জন্যে হলেও!
ডাস্টবিনে পড়ে থাকা পরিত্যক্ত শিশু...
তুলে এনে পরম যত্নে যিনি
দান করেন নবজীবন...ঈশ্বর তার মধ্যেও!


আমি আবার দেখেছি তাঁকে সেই মানুষটার মধ্যে,
পতিতাপল্লীর নরক যন্ত্রণা থেকে মুক্ত করে
কোনো এক নিপীড়িতা নারীকে
স্বর্গসুখের পরশ দিয়েছেন....শুধু ভালোবেসে!
সবাই যখন মুখ ফিরিয়ে...
নিজের জীবন বিপন্ন করে
সাহায্যের হাত বাড়িয়ে দেন নির্দ্বিধায়,
আমি দেখেছি তাঁকে তার মধ্যে!


বীর সৈনিক...
শত্রুর বন্দুকের নলের সামনে
ছাতি পেতে দিয়ে নিঃস্বার্থ প্রাণ দেয়
কোটি কোটি মানুষের প্রাণ বাঁচাতে....
ঈশ্বর তো তাঁর মধ্যেও!


আমি দেখেছি তাকে বারবার
মানুষেরই মধ্যে...নানারূপে!


ভদ্রলোক ধীর পায়ে কী যেন ভাবতে ভাবতে
মিলিয়ে গেলেন দূরের ওই পথের বাঁকে...
আর আমিও...রোজনামচায়!