আর ভালো লাগে না...
ভাবি তাই মিশে যাব
দূর সাগরের নীলে,
হারিয়ে যাব দূর নীলিমায়
একঘেয়ে এই জীবন ফেলে!


উড়িয়ে দিই মনকে আমার
কল্পডানা মেলে,
অসাড় কায়া থাকে শুধু
সংসারের কবলে!
উড়তে উড়তে মনটি আমার
কখনও ক্লান্ত হলে,
ভাবে...
মন্দ হয় না মাটির বুকে
একটু জিরিয়ে নিলে!
তাকিয়ে দেখে পৃথিবী যে
এসে গেছে মুঠোয়,
হঠাৎ কেন নোনা জল
ভরেছে চোখ দু'টোয়?


শত শত ক্ষুধার্ত হাত
উঠছে আকাশ পানে,
জরা জীর্ণ দৈন্য দশায়
জীবনের এ কোন মানে?
অশ্রু সিক্ত রিক্ত পৃথিবী
দিকে দিকে হাহাকার,
স্বপ্ন সুখের আকাশ পথে
এই কি ছিল দেখার?


ভগ্ন ডানায় মনটি আমার
ফিরল আবার ঘরে,
সুখের খোঁজে দু'চোখ যে তার
দুখের জলে ভরে!
বলতে মনের কন্ঠ কাঁপে...
মিথ্যে ছুটি দূর অজানায়
অলীক সুখের আশে,
ঢের দিয়েছে জীবন আমায়
আপন সুখের বাসে!
যদি পারি দাঁড়াই চলো
সুখহারাদের পাশে!