কোনো এক পাতাঝরা দিনে
রচেছিলে বসন্ত জীবনে!
এঁকেছিলে স্বপ্ন দু'চোখে
পথ তুমি দেখালে আমাকে!


সেই থেকে বয়ে চলে তরী
মাঝ পথে তরী ফেলে
হারালে কোথায়....কাণ্ডারী?
একলা এ তরী আমি বাইতে জানি,
বাতাস না হলে তুমি
পথহারা হবো আমি...সেও তো মানি!


পথের ওই বাঁকে বাঁকে বসন্ত আয়োজন
মনের কোণেতে তবু সাজছে শ্রাবণ!
ওই দূরে কোথায় যে ঝরে আনন্দধারা
সব কিছু বৃথা আজ....তোমাকে ছাড়া!