হোক না সে ক্ষণিকের অতিথি
তবুও যখন হাতছানি দেয় সুখ,
প্রকৃত জীবন দর্শন?
নেহাতই আঁতলামি!
পঞ্চ ইন্দ্রিয় যখন স্বমহিমায়...
কে কী বোঝালো তাতে কী আসে যায়!
ব্যতিক্রম...?
ক'জনই বা হয়!
অতএব...
ডুব দেওয়া সুখ সাগরে!


অতলেই তো তলাতে চেয়েছিল মন
অন্যরকম চেয়েছিল বুঝি...জীবন!
ইশারায় বুঝিয়েছিল অনেকবার
আজ যদি সে মুখ ফিরিয়ে রয়
দোষ তো জীবনের নয়...!