অনেকের তুলনায় যথেষ্টই ভালো আছি
কেমন আছেন?
এই প্রশ্নটা শুনলেই তবু
সেই এক ঘষা মাজা উত্তর...
এই চলছে কোনোরকম,
বেঁচে আছি, সৌজন্যমূলক...ভালোই আছি
ইত্যাদি ইত্যাদি!
আজ যার জন্য ভালো নেই
কাল তা লব্ধ হলে
পরশু অন্য কিছুর আশায় ভালো না থাকাটা
যেন একটা অভ্যেস!
অনেক সময়তো মন্দ থাকার কারণটাও অস্পষ্ট
শুধু জানি...ভালো নেই!
আজ কাল পরশুর বিচারে
ভালো থাকার সংজ্ঞটা বদলে যায় ভীষণরকম,
অংক কষে পা ফেললে ভালো থাকাটা বোধহয়
সত্যিই বড়ো কঠিন!
আগের পরের কিংবা এই মুহূর্তটাকে ভেবে
ঠোঁটের কোণে স্বতঃস্ফূর্ত হাসি টেনে
এক আকাশ উচ্ছলতায় যেদিন বলতে পারব...
ভালো আছি....খুব ভালো আছি,
সেদিন হয়তো আমরা
সত্যিই ভালো থাকব স...বাই!