বরাবরের অগোছালো আমি...
আজ তো পুরো সময়টাই এলোমেলো
সম্বিৎ ফিরেছে হঠাৎ....
খড়কুটো গোছানোর চেষ্টা করছি আপ্রাণ
এক টুকরো আগুন জ্বালবো বলে
একটা খোলা জানালা তাতেই দমকা হাওয়া....
আবার অগোছালো!
হিম শীতল আবেগ
চিৎকার করে কাঁদতেও পারে না আজকাল
আছড়ে পড়ে শ্মশানের স্তব্ধতায়
বুমেরাং হয়ে কাঁদায় আবার!
যে গোধূলি একদিন জাগাতো কবিতার বুকে প্রাণ
আজ তাকে মনে হয় রক্তাক্ত পরিহাস!
কখনো কি ভেবেছিল কেউ
জানলে হয়তো গুছিয়ে রাখতাম অনেকটা
আসলে আমরা সবাই সময়ের দাস!