আজ বাইশে শ্রাবণ...
ভারাক্রান্ত মন
আজও ভোলেনি বাঙালি
সেদিনের নক্ষত্র পতন!
নক্ষত্র নেই!ফেলো না চোখের জল,
আজও প্রতিটি বাঙালি মনে
জ্বলে নিরন্থর জ্বলজ্বল!
আজও পথটি চিনিয়ে নিয়ে যায়
কখনো না নেভা আলো,
ফিরে এসো তুমি নবীনের মাঝে
রাখো গো মাথায় হাত...
ঘনিয়েছে আঁধার আকাশ জুড়ে
মেঘ করেছে কালো!
যুগান্তরেও আঁকবে বাঙালি
মনেতে তোমারই ছবি,
যদিও গিয়েছ অস্তাচলে
কালকের ভোরে উদিবে আবার
তুমি যে অমর আত্মার মাঝে
করজোড়ে আজ প্রণমি তোমায়...
প্রাণের ঠাকুর রবি কবি!