সোহাগী ভোরে খুব আদরে
বলেছিল মাধবীলতা....
তৈরী থেকো আসছে জোয়ার
আনছে সুখ মেশানো ব্যথা!
তখনও বুঝিনি...
বসন্ত যে এতোটা রঙিন হয়
ফোঁটায় ফোঁটায় লুকোনো কথায় শ্রাবণ বন্ধু হয়,
মুঠোয় বন্দী সেই সব কিছু
ভেবেছি যা কিছু আমার জন্য নয়!
এতো ভারি সুখ তবুও কষ্ট
কারণ কখনও নয় যে স্পষ্ট!
সেই যে ভেসেছি,তবুও ভাসছি...ভেসেই চলেছি
জানি না কোন সে আশে
হাজার কাঁটা বিঁধবে জেনেও
অবুঝ হৃদয়...কেন যে ভালোবাসে!