অথচ চিত্রটা বদলে দেওয়ার ভার ছিল আমার ওপরই
না পারিনি!
আজও তোমাকে হাঁটতে হয় ত্যাগের পথেই
সংসারকে ভরিয়ে রাখতে ফুলে ও ফলে
ঠিক যেমনটা দেখেছি সেই ছেলেবেলা থেকে!
ভরাতে পারিনি রঙে তোমার বিবর্ণ পাতা
তোমার স্বপ্ন প্রস্তরিত হয় আজও,ইচ্ছের পায়ে কষে বাঁধো শেকল,
অধম আমি পারিনি মুছতে তোমার চোখের জল!
দু'হাত ভরে সাজাতে পারিনি তোমার সাধের বাগান
পাতা ঝরা শেষে পারিনি শোনাতে কখনো বসন্তের গান!
এরপরও আমার জন্য সুখের স্বর্গ রচে তোমার ক্ষয়িষ্ণু হাতটা,
নিবেদনের থালা সাজাও হাজার শুভ কামনায়,
হিসেব রাখোনি কতটা দিয়েছ
প্রতিদান পেলে কতটা!
আজও তেমনি যত্নে সাজাও আমার ভালোলাগা
আমার অসুখে আজও তোমার তেমনি রাত্রি জাগা।
এমন করে তুমিই পারো কারণ তুমি মা
আমি তো শুধু শিখেছি নিতে
আজও আবার চাইতে এসেছি...
যদি পারো এ অধমকে কোরো মা তুমি ক্ষমা!