হয়তো একা পারবে না
তবুও তুমি থেমো না,
ঝরবে শব্দ উঠবে আওয়াজ
প্রতিবাদী ঝড় তুলবে...
যদিও ভাঙে কলম তোমার
সময়তো ঠিক বলবে!
ক্লান্ত পায়ে তবুও কুড়াও
তপ্তবেলায় ঝিনুক,
রাঙা হলে পথ তবুও হেঁটো
পেতে মুক্তোর সুখ!
নাও যদি কেউ শোনে গো তোমায়
নাও যদি কেউ বোঝে,
কোন দিকে গেলে স্বর্গের পথ
জেনো,তোমারই খোঁজে!
কাঁটাঝরা সেই দুর্গম পথ
হয় যদি সুদীর্ঘ,
জানবে তুমিও...
ভাঙনের বুকে শব্দ তোমার
গঠনমূলক অর্ঘ্য!