কিছু গোপন থাক না আপন
পরের কাছে বলতে নেই
কিছু কথা দিলেও ব্যথা
নিজেকেই শুধু বলতে চাই।
ভালোবাসার যে আঁচলটা
পেতেছিলাম কোন ভোরে
উঠোন জুড়ে নকশীকাঁথার
গল্প লেখা চুপ করে,
মেঘ সায়রে পথের দেখা
বৃষ্টিসুখের হাত ধরে।
জন্ম মৃত্যু এই পারাবার
করব যে পার সেই নামে,
সাঙ্গ হবে বেচাকেনা
কয়েকফোঁটা অশ্রু দামে।
চলছি যে পথ চলতে পারি
তবুও আছে হাজার স্মৃতি,
ভালোবাসার আঁচলে তবু
থাকবে ঢাকা কথার সমাধি।