কবির পাতায় শিশিরবিন্দু
রেখেছে এক দাবী,
হৃদয় রঙে কলম তোমার
আঁকবে আমার ছবি?
মিঠেল ভোরে তৃণের 'পরে
হাঁটবে যখন তুমি,
দিচ্ছি কথা খুব আদরে
দেব চরণ চুমি!
ক্ষণিক জীবন সবার মতো
হয় না স্বপ্ন দেখা,
অরুণ কিরণে বাঁধা পড়ে যায়
আমার ভাগ্যরেখা!
দিতে পারি তাই সুখ অনাবিল
ছোঁয় না আমায় ব্যথা,
তবু বলি আজ লিখো কবি তুমি
নীরব শিশির কথা!