মুঠোবন্দী পরিযায়ী মন...
শব্দে ছন্দে কথায় কথায়
পেরিয়ে গেছে অনেকটা পথ...কখন!
জীবন খাতার কিছু ফিকে পাতা
ভরেছে যখন রঙে রঙে
আসরের অকৃপণ দানে...
অঙ্গীকারাবদ্ধ হোক প্রতিটি কবি হৃদয়
অঞ্জলি দিয়ে কবিতার চরণে,
সমুখের পথ চলা হোক
সুস্থ সুন্দর কলুষমুক্ত সমাজ গঠনে!
অধ্যুষিত মানবতা ভাসছে যখন চোখের জলে,
গর্জে উঠুক কবির কলম...
কিছু পাবে বলে নয়,কিছু দেবে বলে!
জাগুক প্রতিটি মানব হৃদয়
উদিত হোক চেতনা,
সাধকে ছাপিয়ে বাঁচুক সাধনা...
প্রজ্জ্বলিত শুভদীপ হাতে
কবিতার হাত ধরে হোক
সুন্দর আগামীর...শুভ সূচনা!