পড়ন্ত বিকেলের হাত ধরে
জানালায় একঘেয়ে সন্তাপ,
পাখিরা তো ঠিক ফিরছে কুলায়
তবু কেন আজও করা হয় না মাফ!
কোনো এক ব্রহ্ম মুহূর্তে যদি ঘুম ভাঙে
অভিমান ভুলে সেদিনও কি বাড়িয়ে দেব না হাত!
আমিও মানুষ...দেবী হতে চাইনি কখনো
হেঁটে যাব ভাবি আসমুদ্র হিমাচল
দেখি...পা যে শিকলে জড়ানো!
মমতা মাখানো আাশ্রয় ছায়া
দাঁড়িয়ে বৃদ্ধ বট,
শুনতে পাই ডাকছে আমায়
একাকী নির্জন তট!
যেখানে গোধূলি প্রতিদিন এসে
ফিরে যায় খালি হাতে,
কেন যে বাঁধি না অঙ্গীকারে...
আলোর সাথে দেখা হবে ঠিক
আগামীর কোনো প্রাতে!