জন্ম থেকেই যাদের ঝুলিতে
টপকে পড়ে চাঁদ...
ওরা কি আর বোঝে
বামনকে কেন শুনতে হয়
'তোমার যে ভারি চাঁদ ধরার শখ'!
ওরা আসে একে একে,
শিখিয়ে যায় চাঁদ-জোছনার গায়
কীভাবে আঁকতে হয় আলপনা,
কোথাও তখন চাঁদকে ঘিরে
শুধুই ব্যর্থ পরিকল্পনা!
আসি আসি বলে চাঁদ
সেই তো চলে যায়,
আরও একটা অমবস্যা কাটে
পূর্ণিমার অপেক্ষায়!