রুদ্ধশ্বাস অধ্যায় তো নয়,তবু রুদ্ধ হয় শ্বাস
ঠিকানা মুক্ত প্রাঙ্গন তবু অকারণ কেন হাঁসফাঁস!
মুক্ত কন্ঠে গান গাওয়া যায় চাইলে
মাঝ পথে তবু থামে গান,গলা ধরে আসে বলে!
ভিড়ের মাঝে একলা তো নয়
একটি হাতের অপেক্ষায় তবু,একলা মনে হয়!
উঠোন জুড়ে ঝরা বকুল,সুগন্ধে ম ম চারিদিক
বাকিরা বোঝে পরিবর্তন,"ঝরে যাওযা" শুধু গতানুগতিক!
ঠাস বুননে ইঁটের শহর,স্বপ্নিল আলো চিক্ চিক্,
ফাঁক গলে তবু দামাল ছুটে মন কখনো নস্টালজিক!
চলছিল...আজ চলছে,আগামীতেও তো চলবে
উপসংহার লেখার পরেও কিছু বাকি ঠিক থাকবে!