শিউলি মানেই ঝরে যাওয়া ফুল...
তবুও চিনতে হয় নাতো ভুল!
সুবাস যে তার মন মাতানো
স্নিগ্ধ রূপ...প্রাণ জুড়ানো,
শিশির সিক্ত কোমল স্পর্শে
স্বর্গীয় এক আবেশ জড়ানো!
শিউলি জানে মাটির কদর
কীই বা আছে অহংকারে...
আপন যে তার ঘাসের চাদর,
গুণ দিয়ে হয় গুণীর বিচার
মন জুড়ে তাই তার সমাদর!